বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও ত্রাণ মনিটরিং সেলের প্রধান সমন্বয়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর হাতে নবগঠিত কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে ত্রাণ তহবিলে চেক হস্তান্তর করা হয়। বুধবার রাত সাড়ে আটটায় ইকবাল হাসান মাহমুদ টুকুর ঢাকাস্থ বাসভবনে এ চেক হস্তান্তর করা হয়।
আজ (বুধবার) রাত সাড়ে ন'টায় বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।
ত্রান তহবিলে চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা বিভাগীয় টিম প্রধান সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপি'র আহবায়ক শওকত আলী বকুল (দায়িত্বপ্রাপ্ত), সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, যুগ্ম আহবায়ক মো. মুজাহিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রেজাউল হক আখি, মহানগর মহিলা দলের সভাপতি ও মহানগর বিএনপির সদস্য রায়হান রহমান হেলেন, সম্মানিত সদস্য মজিবুর রহমান কামাল, কৃষক দলের সদস্য সচিব ও মহানগর বিএনপির সদস্য ইকরাম হোসেন তাজ, সদস্য আমির হোসেন, সদস্য মোজাম্মেল হক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বিএনপির সদস্য মনির হোসেন পারভেজ, মহানগর মহিলা দলের সহসভাপতি সুমাইয়া বিনতে হুসাইনী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন