শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ কথিত ডাকাত নিহত, আহত ৪

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১১:০৫ এএম | আপডেট : ৫:০০ পিএম, ২৫ নভেম্বর, ২০১৬

পাবনার ঈশ্বরদীতে একটি রাইস মিলে ডাকাতির সময় র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে চার ব্যক্তি নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরো ৪ জন। তারা সবাই ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার এএসপি বীনা রানী দাশের ভাষ্য, ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকার বাদশা রাইস মিলে ডাকাতি করছিল ১০/১৫ জনের একদল ডাকাত। এমন খবর পেয়ে রাত তিনটার দিকে সেখানে অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাতদল। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি শুরু করে। প্রায় আধা ঘণ্টা গুলি বিনিময়ের পর ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে ডাকাতরা।

এক পর্যায়ে এলাকাবাসীর সহায়তায় বড়ইচড়া এলাকা থেকে ২ ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার ও গুলিবিদ্ধসহ ৭ ডাকাত সদস্যকে আটক করে র‌্যাব। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।

উক্ত গোলাগুলির ঘটনায় ২ র‌্যাব সদস্য আহত হন।  তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

ঘটনাস্থল থেকে ডাকাতদলের লুট করা ২ ট্রাক চাল ও ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

হতাহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন