ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চকলেটের প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির স্কুল পড়ুয়া শিশুকে ধর্ষণের চেষ্টার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী নামক এলাকা থেকে মহব্বত আলীকে আটক করে পুলিশ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিশুটি প্রতিবন্ধী। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত রোববার উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিদ্যালয়ের পাশে থাকা বাজারে কিছু কিনতে যায়। এসময় বুধন্তী এলাকার বাজাইন্না বাড়ির মো. তোরাব আলীর ছেলে মহব্বত আলী এ শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে একটা নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বাচ্চাটির চিৎকারে এলাকার মানুষ চলে আসায় ভয়ে পালিয়ে যায় মহব্বত আলী। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন