শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

পানিবদ্ধতার নিরসন চাই

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

ঢাকায় সামান্য বৃষ্টি হলেই অলি-গলি ও রাস্তা ডুবে যায়। এই পানিবদ্ধতা নতুন কোনো ঘটনা নয়। প্রতিবছর বর্ষাকালে এমন পরিস্থিতিতে পড়ছে নগরবাসী। যেখানে বর্ষাকাল নিয়ে বিস্তর পরিকল্পনা থাকার কথা, সেখানে সিটি কর্পোরেশনের কোনো প্রস্তুতি যেনো নেই। শুকনো মৌসুমে ড্রেনেজ ব্যবস্থা কাজ শেষ না করে বর্ষাকালেও অনেক জায়গায় কাজ করে যাচ্ছে। এর ফলে সময় মতো পানির নিষ্কাশন হচ্ছে না, তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট। অপরদিকে বর্ষাকালে ওয়াসার রাস্তা খোঁড়াখুঁড়ির উৎসবে সৃষ্ট কাদায় মাখামাখি পরিস্থিতি বিপাকে ফেলছে পথচারীদের। এমতাবস্থায় সরকারের যথাযথ পদক্ষেপ পাশাপাশি সকল নাগরিকেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। বর্ষা মৌসুমে পানিবদ্ধতা ও রাস্তা খোঁড়াখুঁড়ি যেনো না হয়, কর্তৃপক্ষকে সে ব্যাপারে সচেতন থেকে যে কোনো প্রকল্পের কাজ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।

মো. ইসরাফিল আলম রাফিল
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন