সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির জরুরী সভা আজ (শনিবার) দুপুরে অনুষ্ঠিত হয়েছে নগরীর সুরমা ম্যানশন ৩য় তলাস্থ সংগঠনের কার্যালয়ে। সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে সভায় সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বাড়িঘর ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় এ বারের ভয়াবহ বন্যা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে বন্যা ঠেকাতে সিলেট বিভাগের নদী-খালগুলো ড্রেজিং করা, নদীর পাড় ও হাওর রক্ষা বাঁধ নির্মাণ, অবৈধ ভাবে দখল ও দুষণ থেকে নদী-খাল ও হাওরকে রক্ষা করতে কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য দাবী জানানো হয়।
সভায় বক্তাগণ বলেন, স্মরণাতীত কালের ভয়াবহ বন্যায় সিলেট বিভাগের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্র, ব্রিজ-কালভার্ট সহ রাস্তাঘাট জরুরী ভিত্তিতে মেরামত, সংস্কার ও পুননির্মাণে বিশেষ বরাদ্দ দেয়া প্রয়োজন। বন্যা ও বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা, সিলেট মহানগরীর সকল ছড়া, পানি নিষ্কাশনের নালা, পুকুর, দিঘি সহ জলাশয় প্লাস্টিক-পলিথিন সহ নানা প্রকার বর্জ্যে ময়লার ডিপোতে পরিণত হয়ে পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে। চর্মরোগ সহ পানিবাহিত রোগে শিশু ও বৃদ্ধ সহ সকল শ্রেণি পেশার লোকজন আক্রান্ত হচ্ছে। এহেন অবস্থা নিরসনে সিটি কর্পোরেশন এলাকা ও সিটি বহির্ভূত এলাকায় ইউনিয়ন পরিষদ কিংবা জেলা পরিষদের মাধ্যমে অবিলম্বে সকল নালা, পুকুর, দিঘি সহ জলাশয় সমূহ পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা প্রয়োজন। প্রবাসী লোকজন, বিভিন্ন সংগঠন বা বিভিন্ন জেলার লোকজন বন্যার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে উপদ্রুত এলাকায় যাওয়ার সময় পথিমধ্যে একটি সমাজ বিরোধী চক্র ত্রাণের গাড়ি আটকিয়ে চাঁদাবাজী বা জোরপূর্ব ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া, উচ্চ হারে নৌকা ও গাড়ি ভাড়া আদায় করায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়। স্মারণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য, পোলট্রি, ডেইরী ফার্ম সহ বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য ক্ষতিপূরণ প্রদান, পূর্বের ঋণ ও ঋণের সুদ মওকুফ এবং বিনা সুদে দীর্ঘ মেয়াদী ঋণ প্রদান করার দাবী জানানো হয়। ঢাকার সাভারে স্কুল শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলের মির্জাপুরে কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানানো হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মানিক মিয়া, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, সাবেক মেম্বার ইর্শাদ আলী, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমীদ, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, এম.এ জলিল, শওকত আলী, তামিম আহমদ আপন প্রমুখ। বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন