আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সঠিকভাবে, সুন্দর পরিবেশে গড়ে তুলতে হবে। যাতে করে তাদের পরিপূর্ণ বিকাশ ঘটতে পারে। তবে দিন দিন হারিয়ে যাচ্ছে শিশুদের সুষ্ঠু বিনোদনের পরিবেশ। অনেক স্কুলে নেই খেলার মাঠ। বাড়িতে পাচ্ছে না সঠিক বিনোদনের সুযোগ। এতে করে শিশুদের জীবন একঘেঁয়ে হয়ে যাচ্ছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তাই তাদের সুষ্ঠু বিনোদনের পরিবেশ নিশ্চিত করতে হবে। সঠিক বয়সের আগে মোবাইল কিংবা টেলিভিশন কাছ থেকে দূরে রাখতে হবে। অবিভাবক ও শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, শিশুদের সুষ্ঠু বিনোদনের মাধ্যমে গড়ে তোলার জন্য।
ইমরান হোসাইন
গণমাধ্যমকর্মী, সিরাজগঞ্জ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন