শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভুয়া কাবিননামায় স্ত্রী দাবি করে সম্পদ দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

কুমিল্লা নগরীর রাজাপাড়া এলাকার ইংল্যান্ড প্রবাসী এবং বাংলাদেশ ও ইতালির দ্বৈত নাগরিক মিনহাজুর রহমান। তার সম্পদের দেখভালের দায়িত্ব দেন নিশাত খান নামে এক নারীকে। সে ভুয়া কাবিননামা তৈরি করে মিনহাজুরকে নিজের স্বামী দাবি করে কোটি টাকার সম্পত্তি দখল করে রেখেছেন বলে সংবাদসম্মেলন করেন ভুক্তভোগি প্রবাসী। গতকাল শনিবার দুপুরে নগরীর একটি পার্টি সেন্টারের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

মিনহাজুর বলেন, নগরীর রাজাপাড়া গ্রামের আইনজীবী শহীদুল হক স্বপনের মাধ্যমে নিশাতের সঙ্গে আমার পরিচয় হয়। পরে বাংলাদেশে আমার জমিজমা সংক্রান্ত মামলাসহ সম্পত্তির দেখাশোনা ও ভাড়া সংগ্রহের জন্য একজন লোকের প্রয়োজনের বিষয়টি আইনজীবী স্বপনের সঙ্গে আলোচনা করলে স্বপনই ওই নিশাতকে এ দায়িত্ব দেই।

তিনি বলেন, ইংল্যান্ড থাকাবস্থায় ২০২১ সালের আগস্ট মাসের শেষের দিকে জানতে পারেন নিশাত অজ্ঞাতনামা একজনকে মিনহাজুর সাজিয়ে ভুয়া নিকাহনামা বানিয়েছেন। এই নারী আমাকে স্বামী দাবি করছে। অথচ বিয়ের যে তারিখ বলা হচ্ছে, সেই সময় আমি ইংল্যান্ডে ছিলাম। নিকাহনামায় নিশাত নিজেকে তালাকপ্রাপ্তা বললেও তিনি তালাকপ্রাপ্ত নন। আবার সেই নিকাহনামায় ওই নারী ও আমার জন্ম তারিখ দেখানো হয়েছে একই। এতে বোঝা যায় এটি ভুয়া।

এই ভুয়া কাবিননামার বিষয়ে কুমিল্লার আদালতে ফৌজদারী মামলা দায়ের করলে আদালতের নির্দেশে সিটির ১৮নং ওয়ার্ডের কাজী অফিসের কাজী মো. জাহিদুল হোসেন আদালতে বিচারকের কাছে অন্য ব্যক্তিকে মিনহাজুর সাজিয়ে ভুয়া বিবাহের কথা স্বীকার করে জবানবন্দি দেয়।

ভুক্তভোগী বলেন, নিশাত খান নামের ওই নারী আমার কুমিল্লা ও ঢাকার ফ্ল্যাট বাড়ি দখল করে রেখেছে। শুধু তাই নয়, নিশাত নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমার সাড়ে ৩০ শতাংশ জায়গা তার নামে ভুয়া হেবা দলিল করে অন্যত্র বিক্রির চেষ্টা করে আসছেন। তিনি নিশাত খানের সকল অন্যায় ও প্রতারণার বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে মিনহাজুরের বড়বোন ফরিদা আক্তার, ভগ্নিপতি মতিউর রহমান, ছোটবোন শাহনাজ রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন