যশোর শিল্পকলা একাডেমির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ২ জুলাই জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে লাল-সবুজ পুর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। প্রাপ্ত ফলাফলে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে দুটি পদে সাজ্জাদুর রহমান খান বিপ্লব, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে চঞ্চল কুমার সরকার, অনুপম দাস, ৩ জন কার্যকরী সদস্য পদে বাসুদেব বিশ্বাস, ডা. আতিকুরজ্জামান, শহিদুল হক বাদল। এবছর মোট আট পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি পরিষদে (লাল-সবুজ ও রঙধনু) বিভক্ত হয়ে ৮টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এরমধ্যে সহসভাপতি ২ জন, সাধারণ সম্পাদক একজন, ২ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৩ জন কার্যকরী সদস্য।
এছাড়া শিল্পকলা একাডেমির মহাব্যবস্থাপক চারজন এবং জেলা প্রশাসক একজনকে কার্যকরি সদস্য হিসেবে মনোনয়ন দেবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন