শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন

অস্ত্র মামলায় অপর এক আসামিকে দশ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ১২:০২ এএম

কুষ্টিয়ায় ভাবিকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তার আরো এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (এক) বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি শুকুর মালিথা আদালতে উপস্থিত ছিল। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়। কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২০ মার্চ সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পশ্চিম চর রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল জলিল চৌকিদারের স্ত্রী রওশনা বাড়ির উঠানে গর্ত করার কাজ করছিলেন। এ সময় দেবর শুকুর মালিথা পারিবারিক কলহের জেরে রওশনাকে কোদাল দিয়ে মাথার পেছনে আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় নিহত রওশনার ভাই আলী আজগর বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ফয়সাল হোসেন ২০১৩ সালের ২ অক্টোবর আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালত গতকাল সোমবার রায় ঘোষণার দিন ধার্য করেন।
এদিকে, কুষ্টিয়ার মিরপুর থানার একটি অস্ত্র মামলায় একই আদালত তাজুব্বর মালিথা নামের এক আসামির ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত তাজুব্বর কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথুলিয়া বাজারপাড়া গ্রামের আকবার মালিথার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন