শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

তৃতীয় স্ত্রীকে নিয়ে দ্বিতীয় স্ত্রীকে হত্যার অভিযোগ : আটক ২

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ১২:০২ এএম

টঙ্গীতে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রী মেঘলা আক্তারকে খুন করে স্বামী কবির হোসেন। এ ঘটনায় স্বামী কবির হোসেন ও তার তৃতীয় স্ত্রী ফাতেমা আক্তারকে পুলিশ আটক করেছে। মরকুন তিস্তার গেট মো. আলমের বাড়িতে গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে টঙ্গী পূর্ব থানার এসআই ফরহাদ হোসেন নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতের বড় ভাই জানান, ঘটনার সময় স্বামী কবির হোসেন ও ফাতেমা দুই জনই মাদকাসক্ত ছিল। ভালোবাসা করে বিয়ে হয় তাদের। দাম্পত্য জীবনে দুই বছরের একটি সন্তান আছে। কয়েকদিন আগে তেজগাঁও থেকে মরকুন আসে স্বামীর বাড়িতে। তৃতীয় স্ত্রী ফাতেমা আক্তার ও স্বামী কবির হোসেন এর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে হাতুড়ি দিয়ে আঘাত করে মেঘলাকে মেরে ফেলে। টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন