শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সৎ জীবনযাপন ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো পথ নেই মেয়র নাছির

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মসজিদ আল্লাহর ইবাদতের ঘর। এ ঘর নির্মাণে যারা সহযোগী হবেন তাদের জন্য আল্লাহ তা’য়ালা বেহেশতে জায়গা করে দেবেন নামাজ বেহেশতের চাবিÑ এ বাণী অবশ্যই মুমিন মুসলমানদের মনে রাখতে হবে। হক ও হালাল পথে জীবনযাপন করতে হবে, পাঁচটি ফরজ কাজ সম্পাদন করতে হবে। সৎ জীবনযাপন করতে হবে। তাছাড়া আল্লাহকে পাওয়ার ভিন্ন কোনো পথ খোলা নেই।
তিনি গতকাল শুক্রবার নগরীর উত্তর পতেঙ্গা হোসেন আহমদ পাড়ায় হজরত আবদুল কাদের জিলানি (র.) জামে মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মেয়র মুসল্লিদের সন্তানদের প্রতি নেকনজর রাখার পরামর্শ দিয়ে বলেন, কোনো সন্তান যেন বিপথে পা রাখতে না পারে, সেদিকে সার্বক্ষণিক নজরদারি করতে হবে। এতে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ নুুরুল আলম। মসজিদের ফলক উম্মোচন করেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ। এ সময় ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর আবদুল বারেক কোম্পানি, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন