শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

নারী নির্যাতন প্রতিরোধে এসিডির মানববন্ধন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উন্নয়ন ও মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)। ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে নারী-পুরুষ অঙ্গীকারবদ্ধ হোন’ শ্লোগানকে সামনে রেখে এসব কর্মসূচি পালন করে। গতকাল সকালে সাগরপাড়ায় এসিডির প্রধান কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম, এসিডির প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম, এইচআর ম্যানেজার শাহিনুর আলম, প্রকল্প সমন্বয়কারী খোন্দকার এহসানুল আমিন প্রমুখ। মানববন্ধনে নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সহিংসতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন