গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘাঘর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আশপাশের আরো তিনটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন । গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় কোটালীপাড়া ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কানাইলাল সাহার এসএ ক্লোথ স্টোর, বলরাম সাহার সাহা ক্লোথ স্টোর, ভীম চন্দ্র দাসের সেতু মিষ্টান্ন ভাণ্ডার পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া অজিত সাহার সাগর ক্লোথ স্টোর, কৃষ্ণ দত্তের হৃদয় বস্ত্রবিতান, দুলাল চন্দ্র সাহার মা মেডিক্যাল হলের মালামাল আংশিক পুড়ে ক্ষতি হয়েছে। সাহা ক্লোথ স্টোরের মালিক বলরাম সাহা বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে আমরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। রাত ২টার দিকে খবর পাই বাজারে আগুনে লেগেছে। বাড়ি থেকে বাজারে এসে দেখি আমার ব্যবসাপ্রতিষ্ঠানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আমার দোকানে প্রায় ৫০ লাখ টাকার কাপড় ছিল।ঘাঘর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, এই অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ ব্যবসায়ীই ব্যাংকঋণ নিয়ে ব্যবসা করছেন। আমরা আমাদের সমিতির পক্ষ থেকে এ সকল ব্যবসায়ীর ব্যাংকঋণের সুদ মওকুফ ও নতুন করে ঋণ দেওয়ার দাবি জানাচ্ছি। আজ বুধবার উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। কোটালীপাড়া এবং গোপালগঞ্জের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক গোলযোগের কারণে সাহা সু ষ্টোর থেকে সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন