বগুড়া ঢাকা মহাসড়কের ঈদ কেন্দ্রীক যানজটে নাকাল এখন যাত্রী সাধারণ। বুধবার সকাল থেকে রাজধানী ঢাকা হতে উত্তরবঙ্গের রাজশাহী, রংপুর সহ ৮ জেলার যাত্রীরা চরমভাবে নাকাল হচ্ছেন।
বুধবার বগুড়া শহরতলীর চারমাথা এলাকায় পঞ্চগামী কয়েকজন কোচ যাত্রী জানালেন, এই সময়ে তাদের রংপুর পেরিয়ে যাওয়ার কথা।
এখন তারা বুঝতে পারছেননা তারা বৃহস্পতিবার ঠিক কখন গন্তব্যে পৌঁছাতে পারবেন।
কয়েকজন চালক জানালেন, বুধবার থেকে উত্তরবঙ্গ হতে ঢাকা যানবাহনের সংখ্যা কমতে
শুরু করেছে। বেড়েছে ঢাকা থেকে উত্তর মুখি
যানবাহনের চাপ। আগামী ২ দিন এই চাপ আরোও বাড়বে বলে অভিজ্ঞতা থেকে জানান তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন