শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

চামড়ার ন্যায্যমূল্যে হাসি ফুটবে এতিমদের মুখে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

পশুর চামড়া দিয়ে তৈরি চামড়াজাত পণ্যের চাহিদা ও দাম থাকলেও গত কয়েকটি বছর ধরে দেখা যাচ্ছে কোরবানির সময় পশুর চামড়ার তেমন দাম পাওয়া যাচ্ছে না। সরকার কর্তৃক দাম নির্ধারণ করলেও সেই দামেও চমড়া বিক্রি করা যায় না। কোরবান আসলে চমড়ার প্রতি দেখা যাচ্ছে একটি অনীহা এবং দাম হ্রাসের নেপথ্যে কোনো সিন্ডিকেট কাজ করে কিনা তা ভেবে দেখার বিষয়। কারণ এই চামড়া বিক্রির টাকায় অনেক এতিমের মুখে খাবার জুটে, অনেক মাদরাসার আয়ের উৎসের মধ্যে কোরবানির চামড়া উত্তোলন করে বিক্রি অন্যতম ছিল। কিন্তু ইদানিং কোরবানি পশুর চামড়ার ভালো দাম না পাওয়ার কারণে মাদরাসাগুলো চামড়া সংগ্রহ করতে ভয় পায়। কারণ চামড়া সংগ্রহ করে সংরক্ষণ করতে আবার অনেক খরচ, যা হিসাব করে দেখলে দেখা যায় এতিমদের জন্য কিছু খোরাকি বাবদ টাকা তুলতে গিয়ে উল্টো মাদরাসাগুলো লোকসানের মুখে পড়ে। তাই এতিমদের মুখে হাসি ফুটাতে ও এসব মাদরাসা টিকিয়ে রাখতে চামড়ার ন্যায্যমূল্য কার্যকর করা দরকার।

গাজী মো. আরাফাত হোসেন
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন