যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ১৮ কেজি রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বুধবার সকালে গোগা গ্রামের গাজীপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় এই রুপা উদ্ধার করা হয়।
২১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ রুপার একটি চালান এনে গোগা গ্রামের গাজীপাড়া সীমান্ত পিলার এস ১৭/৭ এবং আর পিলার ৪০-এর নিকটবর্তী একটি কোচিং সেন্টারের পাশে অবস্থান করছে। এমন একটি সংবাদের ভিত্তিতে গোগা ক্যাম্পের কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি মোটরসাইকেল ও একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এ সময় উক্ত ব্যাগ থেকে ১৮ কেজি রুপা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ২৫ লক্ষ টাকা।
উদ্ধারকৃত রুপার চালানটি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন