মাগুরার শালিখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য সহ তিনটি চোরাই মটর সাইকেল জব্দ করেছে৷ বুধবার শালিখা থানা পুলিশ বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে তাদেরকে চোরাই মোটরসাইকেল সহ আটক করে৷ শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলামের তত্তাবধানে এসআই রকিবুল ইসলাম,এএসআই আবুর বাশার,এএসআই গনি মিয়া সংগীয় ফোর্স শালিখা থানা এলাকাসহ মাগুরা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য মাগুরা সদর থানার ছয়চার গ্রামের সিহাব হোসেনের ছেলে মোঃ আফ্রিদী হোসেন(২১), টিলা গ্রামের মোহাম্মদ আলী মোল্যার ছেলে রফি উদ্দিন(৩০),উজিরাবাদ মালঞ্চী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ শাকিল হোসেন(২১),ভাবনহাটি গ্রামের মৃত মোক্তাদের মোল্যার ছেলে মোঃ উবাইদুর মোল্যা(৫৫), শালিখা উপজেলার ভাটোয়াইল গ্রামের মৃত উত্তম সরকারের ছেলে সুমন সরকার(৩০), পোড়াগাছি গ্রামের মৃত দীনো বন্ধু মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল(৩৭), উজগ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ সৌকত মাহমুদ সোহাগ(২৭)কে আটক করে তাদের নিকট হতে তিনটি বাজাজ পালসার চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়৷
আটককৃতদের বৃহস্পতিবার মাগুরা আদালতে সফর্দ করা হয়েছে৷ এব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে৷
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন