শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

খুলনায় ইকবাল সোবহান চৌধুরী দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পদ্মা সেতু নির্মাণে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, পদ্মা সেতুর মধ্য দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। এ পদ্মাসেতুর আন্দোলসহ খুলনার যে কোনো উন্নয়ন আন্দোলনে লিয়াকত আলীর অবদান ছিল অবিস্মরণীয়। গতকাল শনিবার সকালে দৈনিক পূর্বাঞ্চল আয়োজিত ‘লিয়াকত আলী স্মারক গ্রন্থ’ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
লিয়াকত আলী স্মারক গ্রন্থের এ প্রকাশনা অনুষ্ঠানে পূর্বাঞ্চল ও ট্রিবিউন সম্পাদক বেগম ফেরদৌসী আলীর সভাপতিত্বে এবং পূর্বাঞ্চলের চিফ রিপোর্টার অমিয় কান্তি পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এমপি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা এমপি, নগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, সাবেক এমপি ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কেসিসি মেয়র ও নগর বিএনপিসাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ, কেএমপি কমিশনার নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক নাজমুল আহসান ও খুলনা প্রেসক্লাব সভাপতি এসএম নজরুল ইসলাম।
গ্রন্থের ওপর আলোচনা করেন শিক্ষাবিদ প্রফেসর ও কবি আবুবকর সিদ্দিক এবং প্রফেসর আনোয়ারুল কাদির। এছাড়া গ্রন্থের প্রকাশক ও পূর্বাঞ্চলের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলী সনি, গ্রন্থের সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী, প্রকাশনা পরিষদের সহ-সভাপতি ও আহমদ আলী খান এসময় বক্তৃতা করেন। প্রকাশনা অনুষ্ঠানের পরপরই দোয়া মোনাজাত পরিচালনা করেন, ইকবালনগর জামে মসজিদের খতীব ও পেশ ইমাম মাওলানা এম.এ হান্নান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন