ময়মনসিংহের নান্দাইল উপজেলার ওলামালীগের আহবায়ক, সিংদই আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও জাহাঙ্গীরপুর ইউনিয়নের প্রধান কাজী মাওলানা কাজী আতাউর রহমান মাস্টার চলে গেলেন না ফেরার দেশে। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজীাউন। তিনি দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। শুক্রবার (৮ জুলাই) বিকাল ৩.৪০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মরণকাল তিনি স্ত্রী ও ছয় মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা আতাউর রহমান মাস্টারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, সিংদই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন