প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদ-উল আযহা আমাদের নিকটবর্তী। ঈদকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সর্বত্র। আসন্ন ঈদে কেউবা গরু, খাসি, বকরি, দুম্বা এবং কেউ কেউ উটও কোরবানি করবেন। অপরদিকে আমাদের সমাজের গরিব, অসহায়, নিম্ন শ্রেণির মানুষজন কোরবানি দিতে পারবে না। তাই তাদের প্রতি লক্ষ রাখতে হবে এবং তাদের ছোট সোনামনিদেরকে উপহারও দিতে হবে এবং এর ফলে তাদের মুখে হাসির রেখা ফুটে উঠবে। এছাড়া বানবাসিদের প্রতিও খেয়াল রাখতে হবে। ঈদের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে যাক। ধনী-গরিব, উঁচু-নিচু, সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সাম্য মৈত্রীর বার্তা ছড়িয়ে দেই। এই হোক ঈদের শিক্ষা।
আবদিম মুনিব,
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন