শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মীরসরাইয়ে শিশুসহ ১৬ রোহিঙ্গা আটক

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ১২:০১ এএম

মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর (ইকোনমিক জোনের সুপার বাইক উপকূলীয় অঞ্চল থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটকৃতরা হলেন- জাফর আহম্মদের স্ত্রী হালিমা খাতুন তার ছেলে মিজান, মো. সালামের মেয়ে ফাতেমা, মো. আক্তারের মেয়ে মোস্তাকিমা, আবু বক্করের স্ত্রী সানজিদা, মো. মাহমুদের ছেলে আবু বক্কর, আবু বক্করের মেয়ে ইসমত আরা, শওকত আরা, আহমদ খানের ছেলে সালামত খান, রশিদের ছেলে শওকত উল্যাহ, শওকত উল্যাহর ছেলে ইমান শরীফ, হাসান শরীফ, মাহমুদের স্ত্রী দজুমা খাতুন, আবু শরীফের স্ত্রী শাহীনা তার ছেলে আব্রাহাম খান জয় ও সুলতান আহমদের ছেলে আরিফ উল্যাহ। জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, আটককৃত রোহিঙ্গাদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও ছয় শিশু রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন