বরিশাল দক্ষিণ সাংগঠনিক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুসহ সাত নেতা পদত্যাগ করেছেন। বানারীপাড়ায় পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করায় ক্ষোভে তারা পদত্যাগের এই সিদ্ধান্ত নেন। বুধবার ই-মেইল যোগে বিএনপির মহাসচিবসহ সাংগঠনিক নেতাদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা সাংবাদিকদের জানান।
পদত্যাগ করা নেতারা হচ্ছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, সাবেক সম্পাদক গোলাম মাহামুদ মাহাবুব মাস্টার, পৌর বিএনপি নেতা আহসান কবির নান্না হাওলাদার, আব্দুস সালাম ও উপজেলা বিএনপির নারী নেত্রী ডেইজি বেগম। রিয়াজ আহমেদ মৃধা বলেন, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়কের স্বেচ্ছাচারিতার কারণে ওই কমিটির সদস্য পদ থেকে সাত নেতা পদত্যাগ করেছেন। এর আগে সংবাদ সম্মেলন করে জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন