শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লক্ষ্মীপুরে কয়েকটি গ্রামে ঈদ উৎযাপন

লক্ষ্মীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ১১:৫৭ এএম | আপডেট : ১২:৪৯ পিএম, ৯ জুলাই, ২০২২

লক্ষ্মীপুরের কয়েকটি গ্রামে শনিবার পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হয়েছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, পূর্ব বিঘা, রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ কয়েকটি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদ পালন করেন।

শনিবার (৯ জুলাই) সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন। সকাল ১০ টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তালিমুল কুরআন নুরানী মাদরাসা প্রাঙ্গণে ঈদের বৃহত জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্ন গ্রামের মুসল্লিগন পৃথক ভাবে বিভিন্ন সময়ে স্ব স্ব ঈদগাঁ মাঠ ও বাড়ীর উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আদায় করেন।

মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মুসল্লিরা গত ৪৩ বছর যাবৎ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
A R M Rafiul Karim ৯ জুলাই, ২০২২, ২:২৬ পিএম says : 0
Allah unader right way dekhan
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন