ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জুলাই মাসে মোট ৩০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
কন্ট্রোল রুম জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮ থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরা সবাই রাজধানীর বাসিন্দা। ওই ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ১ হাজার ৩৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে একজন।
আজ বিকেল পর্যন্ত সরকারি-বেসরকারি হাসপাতালে ১২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর মধ্যে রাজধানীর ৪৭টি হাসপাতালে ভর্তি ছিল ১২৪ জন। সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। সরকারি এই প্রতিষ্ঠানে ৩৮ জন রোগী চিকিৎসা নিচ্ছে। বাকি চারজনের একজন ছিল ময়মনসিংহ, একজন ভোলা ও দুজন পিরোজপুরের সরকারি হাসপাতালে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন