শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

হিজরি নববর্ষে সাধারণ ছুটি চাই

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১২:০২ এএম

১ মহররম হিজরি নববর্ষের প্রথম দিন। হিজরি বর্ষ বা আরবি সন মুসলিম উম্মাহর সাথে ওতপ্রোতভাবে জড়িত। মুসলিম উম্মাহর নানান অনুষ্ঠান, কৃষ্টি কালচারের সবই হিজরি বর্ষের তারিখের উপর নির্ভরশীল। তাই মুসলমানদের কাছে এর গুরুত্বও অত্যধিক। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা হিজরি নববর্ষের প্রথম দিন হিসেবে ১ মহররম নানানরকম আয়োজন করে থাকেন। এ দিন তথা এ বর্ষের সাথে প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের আবেগ ও ভালোবাসা মিশে আছে। কিন্তু সরকারিভাবে এদিন সাধারণ ছুটি না থাকায় গুরুত্বসহকারে পালন করতে চাইলেও সে সুযোগ হয় না অনেকের। তাই মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ হিজরি নববর্ষের প্রথম দিন হিসেবে ১ মহররম সাধারণ ছুটি ঘোষণা করে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ ভালোবাসার মূল্য দেওয়া সময়ের দাবি। আশা করছি, সরকার মুসলিম উম্মাহর প্রাণের এ দাবি অচিরেই পূরণ করবেন।

এম. নাজমুল হক চৌধুরী
শিক্ষার্থী, নর্থ সাউথ ইউনিভার্সিটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন