আজ(বৃহস্পতিবার) সকালে আনুষ্ঠানিক ভাবে ইউএনও সারমীন ইয়াছমীনের যোগদানের মধ্যেদিয়ে মাদারীপুর জেলার ৫ম উপজেলা হিসেবে নবগঠিত ডাসার উপজেলার পথ চলা শুরু হয়েছে। এউপলক্ষে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, কালকিনির ইউএনও পিংকি সাহা, সরকারী শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডি.কে আইডিয়াল আতাহার আলী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ ড. খন্দকার মোহাম্মদ সোহেল সহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় সরকারী শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা বলেন ‘ সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের উন্নয়নের অংশহিসেবে ডাসার উপজেলা হয়েছে। যা এঅঞ্চলের মানুষের দূর্ভোগ লাঘবের পাশাপাশি ভাগ্যোন্নয়নে সহায়ক হবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন