শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যুবদলনেতা হত্যার প্রতিবাদে শহরে যুবদলের মিছিলে পুলিশি বাঁধা

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ৪:৪৫ পিএম

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ ও কালো ব্যাজ ধারণ কর্মসূচী পালন করতে গিয়ে পুলিশের বাঁধার মুখে পড়েছে মহানগর যুবদলের নেতাকর্মীরা। ওই সময় পুুলিশ সাথে যুবদলের নেতাকর্মীদের ব্যানার নিয়ে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই মহানগর যুবদলের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খানপুর হাসপাতাল রোড এলাকায় জড়ো হতে থাকেন। পরে মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল নেতাকর্মীদের নিয়ে শহরে প্রতিবাদ মিছিল বের করেন।
এসময়ে যুবদলের নেতাকর্মী নিহত যুবদল নেতা ধনী হত্যার বিচারের দাবীতে শ্লোগান দিতে থাকেন। মিছিলটি খানপুর রোড় হয়ে মেট্রো হলের মোড় ঘুরে খানপুর হাসপাতাল রোড়ে আসলেই নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ এসে বাঁধা দেয় এবং শেষ করতে বলেন।
এসময়ে মহানগর যুবদল পুলিশী বাঁধা অতিক্রম করে সামনে যেতে চাইলে পুলিশ নেতাকর্মীদের কাছে থেকে ব্যানার কেড়ে নিয়ে যায় এবং ব্যানার নিয়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে।#

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন