শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

নিউ ইয়র্কে ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার সিলেটের সন্তান এটর্নী মঈন চৌধুরী

স্টাফ রিপোর্টার, নিউ ইয়র্ক থেকে : | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির নিউইয়র্কের কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত ১১ জুলাই সিটির কুইন্স ভিলেজের অন্টুমস পার্টি হলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডেমোক্রেটিক পার্টির কুইন্স কাউন্টির চেয়ারম্যান কনগ্রেসম্যান গ্রেগরী মীক্স।

কুইন্স কাউন্টি এক্সিকিউটিভ কমিটির সকল ডিস্ট্রিক্ট লিডারদের উপস্থিতিতে সাবেক কাউন্সিলওমেন ক্যারেন কোওয়াসকির প্রস্তাবের ভিত্তিতে এটর্নী মঈন চৌধুরীসহ অন্যান্য সকল ডিস্ট্রিক্ট লিডারদের প্রত্যক্ষভোটে সর্বসম্মতিক্রমে কনগ্রেসম্যান গ্রেগরী মিক্সকে আগামী দুই বছরের জন্য কুইন্স কাউন্টি ডেমেক্রেটিক পার্টির চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।
২য় পর্বে নবনির্বাচিত চেয়ারম্যান কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স এর প্রস্তাবের প্রেক্ষিতে উপস্থিত সকল ডিস্ট্রিক্ট লীডারদের প্রত্যক্ষ ভোটে সর্বসম্মতিক্রমে এটর্নী মঈন চৌধুরীকে আগামী দুই বছরের জন্য কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ পদে পুন:নির্বাচিত করা হয়।
উক্ত সম্মেলনে গত ২৮শে জুন ডেমোক্রেটিক পার্টির প্রাইমারী নির্বাচনে নির্বাচিত এসেম্বলীম্যান ও ডিস্ট্রিক্ট লীডারদেরকে অভিনন্দন জানানো হয় এবং পরিচয় করিয়ে দেওয়া হয়। উল্লেখ্য এটর্নী মঈন চৌধুরী ২০১৬ সাল থেকে সমগ্র কুইন্স কাউন্টির ডেমক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এক্সিডেন্ট কেইসেস, মেডিকেল ম্যাল প্র্যাক্টিস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের লাইসেন্স প্রাপ্ত প্রথম বাংলাদেশী আমেরিকান এটর্নী মঈন চৌধুরী বলেন, নিউইয়র্কসহ সমগ্র আমেরিকায় ডেমোক্রেটিক দলীয় কর্মসূচী বাস্তবায়নে দীর্ঘ দিন যাবত কাজ করে আসছি। জনগণের পাশে থেকে সবসময় সেবার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।
ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরী ইতিমধ্যে নিউইয়র্ক সুপ্রীমকোর্ট ও সিভিল কোর্টের কয়েকজন জার্জ ও জাস্টিসদের দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় প্রত্যক্ষ সহযোগিতায় নির্বাচিত করেছেন। এটর্নী মঈন চৌধুরী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ পুলিশ বিভাগের প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা মরহুম আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর সন্তান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন