চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা কমেছে এই বছর। ২০২১-২২ শিক্ষাবর্ষে চূড়ান্ত আবেদন করেছে ১ লাখ ৪৩ হাজার ৭২৫ জন। যা গত বছরের তুলনায় ৪০ হাজার ১৩৮ জন কম।
গতকাল ১৫ তারিখ রাত ১২ টা ৫৯ মিনিটে টাকা জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড.মোঃ খাইরুল ইসলাম।
তিনি জানান, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবেদন করেছে ৫৪ হাজার ১০৫ জন শিক্ষার্থী।
কলা অনুষদ ভিত্তিক ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৩৫ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি’ ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১১ হাজার ৬০ জন শিক্ষার্থী।
অন্যদিকে বিভাগ পরিবর্তনের জন্য ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৩৯১ জন আবেদন করেছে।
এছাড়া চারুকলা, নাট্যকলা এবং সংগীত বিভাগের অন্তর্ভুক্ত ‘বি-১’ উপ-ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ হাজার ৫৭৯ জন। আর ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস এর জন্য ‘ডি-১’ উপ ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ১ হাজার ৮১১ জন আবেদন করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন