রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাজিরপুরে গণপরিবহণে অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা করেছে মোবাইল কোর্ট এস এম জাহিদুল হক

নাজিরপুর (পিরোজপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ৮:১৯ পিএম

পিরোজপুরের নাজিরপুরে গণপরিবহণে অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা করেছে মোবাইল কোর্ট।

১৬জুলাই(শনিবার) উপজেলার চৌঠাইমহল বাসস্টান্ডে বিকেল ৫টা হতে সন্ধা ৬টা পর্যন্ত গণপরিবহণের বিভিন্ন কাউন্টারে সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায় এবং বাসকাউন্টারে ভাড়ার চার্ট না থাকাসহ বিভিন্ন অপরাধে জনস্বার্থে জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-সাদীদ এবং বি আর টি এর পিরোজপুর ও ঝালকাঠির সহকারী পরিচালক মাহবুবুর রহমান ৷

গণপরিবহনের জন্য সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার চার্ট না থাকা ইত্যাদি অপরাধে তিনটি পৃথক মামলায় রোহান পরিবহন,বলেশ্বর পরিবহন এবং গোল্ডেন লাইন পরিবহনকে মোবাইলকোর্টের মাধ্যমে সর্বমোট ৪,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন