শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

খেলার মাঠ চাই

| প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

নরসিংদী শহর থেকে আট কিলোমিটার দূরে মেঘনা নদীর মাঝে অবস্থিত আলোক বালী ইউনিয়ন। বর্তমানে নানা সমস্যায় জর্জরিত ইউনিয়নটি। পারস্পরিক দ্বন্দ্ব, যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, জন্মনিবন্ধন বিভ্রাটসহ নানা ধরনের সমস্যা। তবে আশার কথা হচ্ছে অত্র ইউনিয়নে শিক্ষার হার বাড়ছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, জব সেক্টরে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে এখানকার মানুষ। কিন্তু পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদন ও শরীরচর্চার জন্য খেলাধুলার বিকল্প নেই। অথচ, অত্র ইউনিয়নে খেলাধুলার জন্য উন্মুক্ত মাঠ বা স্টেডিয়াম নেই। যার ফলে সংস্কৃতি ও খেলাধুলাপ্রেমী মানুষরা হতাশ। এভাবে খেলাধুলা বিহীন যদি চলতে থাকে তাহলে মাদকসহ নানান ভয়ংকর অপরাধের উৎপত্তি হবে, যা এলাকার জন্য মোটেও শোভনীয় নয়। তাই খেলাধুলা ও শরীর চর্চার জন্য প্রয়োজনীয় মাঠ, উন্মুক্ত জায়গা তৈরি করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আতিকুর রহমান
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন