শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আঞ্চলিক সংগঠনের দুই গ্রুপের গোলাগুলি নিহত১

,খাগড়াছড়ি থেকে মোঃ ইব্রাহিম শেখ | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ৬:৫৫ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আঞ্চলিক সংগঠনের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে বিজিবি।
মাটিরাঙ্গার তাইন্দংয়ের সুকুমার কার্বারীপাড়ায় সোমবার ভোরে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপ ও গণতান্ত্রিক গ্রুপের সদস্যদের মধ্যে গোলাগুলি হয় বলে জানায় বিজিবি।
নিহতের নাম উত্তম কুমার ত্রিপুরা সে মাটিরাঙা উপজেলার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকার সুনীল ত্রিপুরার ছেলে। বিজিবির ধারণা, নিহত ব্যক্তি ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।’
এদিকে বিজিবির যামিনীপাড়া জোনের একটি টহল দল ঘটনাস্থল থেকে একজনের মরদেহসহ একে-২২ বন্দুক, ৩টি গুলি, একটি দেশীয় অস্ত্র ও ৩১টি গুলির খোসা উদ্ধার করেছে বলে তারা জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন