রাজধানীর মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান মুফতি জসিমউদ্দিন রাহমানীসহ ১০ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আগামী বছরের ৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের আগে আদালতে উপস্থিত চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন