আরব আমিরাত সরকারের ঘোষিত ১০ বছর মেয়াদি গোল্ডেন কার্ড ভিসা পেলেন দেশটির আজমানে বাংলাদেশি মালিকানাধীন মিনা জেনারেল মেইনটেনেন্স এন্ড কন্ট্রাক্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী, লেখক ও আধ্যাত্মিক আবুল কালাম আজাদ। তার বাবার নাম আবদুর রহমান। বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ঝিমংখালী মিনাবাজার গ্রামে। তিনি আরব আমিরাতে বসবাস করছেন প্রায় ৫২ বছর।
আমিরাত সরকারের বিশেষ স্বীকৃতিস্বরূপ গোল্ডেন কার্ড ভিসা প্রাপ্তিতে আবুল কালাম আজাদ ইনকিলাবকে জানান, প্রবাসী বাংলাদেশি হিসেবে এ গোল্ডেন কার্ড ভিসা পেয়ে তিনি খুবই আনন্দিত এবং সম্মানবোধ করছেন। এ জন্য আরব আমিরাত সরকার এবং দেশটির সুপ্রিম কাউন্সিলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানান তিনি। উল্লেখ্য : গোল্ডেনকার্ড ভিসা আরব আমিরাতে অবস্থানরত বিনিয়োগকারী, উদ্যোক্তা, বিশেষ প্রতিভা, গবেষক, বিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষার্থীদের স্থায়ী আবাসিক বাসস্থান (১০ বছর মেয়াদি ) প্রকল্পের একটি অংশ।
১৯৫০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন আবুল কালাম আজাদ। স্বপ্নময় এক অনাবিল জীবনের অধিকারী তিনি। হাসি-খুশির এ মানুষটি প্রায় ৭২ বছর বয়সে এসে এখনও অনেক স্বপ্ন দেখেন। তাই তার স্বপ্নকে লিখিত রূপ ধারণ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করে তিনি বলেন, এ জন্য তিনি এক গ্রন্থ রচনায় হাত দিয়েছেন। যার নাম দিয়েছেন ‘সাততরী স্বপ্নের পরী’।
এদিকে আবুল কালাম আজাদের গোল্ডেন কার্ড ভিসা প্রাপ্তিতে দেশের সুনাম বয়ে আনায় অভিনন্দন ও গৌরব প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন