শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরকে ডিএসই’র অভিনন্দন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ৬:৩২ পিএম | আপডেট : ৭:১৫ পিএম, ১৯ জুলাই, ২০২২

আব্দুর রউফ তালুকদার আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করায় অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড৷

আজ (মঙ্গলবার) নবনিযুক্ত গভর্নরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া৷

অভিনন্দন বার্তায় ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন বলেন, আপনার দীর্ঘ কর্মময় জীবনের বৈচিত্র্যময় অভিজ্ঞতার আলোকে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি দেশের ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে৷ তিনি আরও বলেন, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে এই মর্যাদাপূর্ণ পদে আপনার নিয়োগ নিঃসন্দেহে আপনার সম্ভাব্যতা ও দক্ষতা নিয়ে সরকারের যে আস্থা রয়েছে তারই বহিঃপ্রকাশ৷ আমরা নিশ্চিত যে, আপনার সফল নেতৃত্ব, প্রজ্ঞা এবং দিকনির্দেশনায় ব্যাংকিং খাতের পাশাপাশি দেশের পুঁজিবাজারও আগামীতে আরও বেশি উচ্চতা এবং সাফল্য অর্জন করবে৷

এর আগে গত ১৬ জুন ২০২২ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এর চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরকে অভিনন্দন জানান৷

অভিনন্দন বার্তায় ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, ব্যাংকিং খাতের বর্তমান প্রতিকূলতাকে চ্যালেজ্ঞ হিসেবে নিয়ে এর সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আপনার উদ্ভাবনী চিন্তা ধারায় সকল সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে ইতিবাচক পরিবর্তন আনার দক্ষতা রয়েছে বলে আমরা মনে করি৷

পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে সারা বিশ্বে নীতি-সমর্থন এবং প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের বলিষ্ঠ ভূমিকা থাকে৷ দেশের অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘমেয়াদি অর্থায়নে পুঁজিবাজারকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এই ধরনের গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি৷

পরিশেষে, দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের স্বার্থে আপনার নেতৃত্বের প্রতি আমাদের সমর্থন সবসময় অব্যাহত থাকবে৷

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন