শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ময়মনসিংহে ফের ২৮৭ ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১২:০২ এএম

ময়মনসিংহ জেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে আবারো ২৮৭ ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। আগামী ২১ জুলাই তালিকাভুক্ত ভূমিহীনদের মাঝে এই ঘর হস্তান্তর করা হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আরো ২৮৭ ভূমিহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এদিকে ময়মনসিংহ সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫৫ ভূমিহীন পরিবার পাচ্ছে নতুন ঘর। এ নিয়ে উপকারভোগী ভূমিহীনদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।
সেইসাথে আগামী জুনের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষনা করার কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এ লক্ষ্যে সদর উপজেলার ৩৫৫ ভূমিহীন পরিবার চিহ্নিত করে চতুর্থ ধাপে নতুন ঘরের জন্য আবেদন করা হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সদরের ঘাগড়ায় ৬টি, দাপুনিয়ায় ৪টি, সিরতার ইউনিয়নের খরিচায় ৫টি, চরসহাসাদিয়া ১৪টি ও চরগোবদিয়ার কালিবাড়ীতে ২৬টিসহ মোট ৫৫টি ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হবে। এজন্য সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এইচ এম ইবনে মিজান, উপ-সহকারী কৃষি অফিসার জোবায়রা বেগম সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন