কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইনে গতকাল চট্টগ্রামে করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৮৭ জন। তাদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৩৯ হাজার ৭৭৮ জন এবং জেলার ১৫টি উপজেলায় ১ লাখ ৪১ হাজার ৩০৯ জন টিকা গ্রহণ করেন। সন্ধ্যায় সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৩ লাখ ৬৮ হাজার ভ্যাকসিন দেয়ার টার্গেট নির্ধারণ করা হলেও তা বাস্তবায়ন হয়নি। টিকাকেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি ছিল কম। সরকারি তরফে ব্যাপক প্রস্তুতির পরও তেমন সাড়া মেলেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন