উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার প্রস্তুতির সময় ৫টি ককটেলসহ হায়দার আলী নামের এক ইউপি সদস্য কে গ্রেফতার করেছে উল্লাপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত হায়দার আলী উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সদস্য এবং এ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি উপজেলার চরকালীগঞ্জ গ্রামের আব্দুল কাদেরের ছেলে। শনিবার মধ্যরাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি এনএম উচ্চবিদ্যালয়ের মাঠে নাশকতার প্রস্তুতির সময় ৫টি ককটেলসহ তাকে গ্রেফতার করে। এ সময় তার সাথে থাকা অপর সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় তার বিরুদ্ধে নাশকতা মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন