শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

উল্লাপাড়ায় বিএনপি নেতা ইউপি সদস্য গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার প্রস্তুতির সময় ৫টি ককটেলসহ হায়দার আলী নামের এক ইউপি সদস্য কে গ্রেফতার করেছে উল্লাপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত হায়দার আলী উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সদস্য এবং এ ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক। তিনি উপজেলার চরকালীগঞ্জ গ্রামের আব্দুল কাদেরের ছেলে। শনিবার মধ্যরাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি এনএম উচ্চবিদ্যালয়ের মাঠে নাশকতার প্রস্তুতির সময় ৫টি ককটেলসহ তাকে গ্রেফতার করে। এ সময় তার সাথে থাকা অপর সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় তার বিরুদ্ধে নাশকতা মামলা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন