শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ব্যারিস্টার আমিনুল হক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের প্রবীণ সদস্য চট্টগ্রাম আইন কলেজের সাবেক শিক্ষক, লালখান বাজার হাই লেভেল রোড নিবাসী বীর মুক্তিযোদ্ধা ব্যরিস্টার আমিনুল হক (৮৬) গতকাল বুধবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি চার কন্যা, এক পুত্র ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
হাইলেভেল রোডস্থ বাসভবন চত্বরে প্রথম ও বাদ আসর হজরত গরীবুল্লাহ শাহ মাজার মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। ব্যারিস্টার আমিনুল হক মানবাধিকার আইনজীবী এ এম জিয়া হাবীব আহসানের শ্বশুর ও নগরীর জামালখানস্থ ইংলিশ মিডিয়াম স্কুল সিভিএনএসের প্রিন্সিপাল মিসেস আশফা খানমের পিতা। তার ইন্তেকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন