নীলফামারীর ডোমারে সাংবাদিক দম্পতি কাওছার আল হাবীব ও নূরে রোকসানার বাসায় চুরির ঘটনায় পুলিশ বেলাল হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার উপজেলার সোনারায় মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডোমার থানার এসআই জামিলুর রহমান জানান, বেলালের গতিবিধি ছিল সন্দেহজনক। চুরির পর থানায় মামলা হলে বেলাল আত্মগোপন করে। গোপন সূত্রে খবর পেয়ে বেলালকে গ্রেফতার করা হয়।
গত ১৭ জুন দিবাগত রাতে সাংবাদিক দম্পতি কাওছার আল হাবীব ও নূরে রোকসানার বাসার দরজার লক কেটে রুমে প্রবেশ করে প্রায় ১০ লাখ টাকা, সোনার অলংকারসহ দামী আসবাবপত্র নিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের নামে ডোমার থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, চুরির পর থেকে স্থানীয় বাসিন্দা মুদি দোকানী বেলাল পলাতক থাকায় প্রধান সন্দেহভাজন তালিকায় ছিল বেলাল। প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন