শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১০:১৪ পিএম

ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহত এনাম বক্স উপজেলার উসমানপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ছালিক বক্সের পুত্র। আহতরা হচ্ছেন, রানী আক্তার, শাহজাহান মিয়া। আহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২০ জুলাই) দুপুর ২ টার দিকে সিলেট ঢাকা মাহাসড়কের উপজেলার তাজপুর বাজারে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সিলেটগামী একটি মাইক্রোবাস ও গোয়ালবাজারগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থলে তিনজন আহত হন। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আহত এনাম বক্সের মৃত্যু হয়।

তামাবিল হাইওয়ে পুলিশের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত (ওসি) পরিমল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এ ব্যাপারে আইন ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন