৬ দিনের ব্যবধানে এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী থেকে আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এই নিয়ে হালদা নদী থেকে ৩৭তম মৃত ডলফিন উদ্ধার করা হয়। বুধবার (২০জুলাই) বিকেল ৫টার দিকে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, হালদা নদীর আজিমের ঘাট অংশে ডলফিনটি মৃত অবস্থায় ভাসছিল। পরে নৌকার সাহায্যে ডলফিনটিকে পাড়ে নিয়ে আসা হয়। পঁচে গিয়ে দুর্গন্ধ হয়ে গেছে। তাই মাটি চাপা দেয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, 'ধারণা করছি মাছ ধরার জালে আটকে গিয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে। ডলফিনটির ঠোটের নিচের অংশ কাটা এবং দাঁতগুলো ফেলে দেয়া হয়েছে। হয়তো গতকাল ডলফিনের মৃত্যু হয়েছে। পঁচে যাওয়ায় স্থানীয়রা মাটি চাপা দিয়ে দেয়'। তিনি আরও বলেন 'এটি একটি হত্যাকাণ্ড। এর আগে গত ১৪ জুলাই ৩৬তম মৃত ডলফিন উদ্ধার করা হয়। আজ ৩৭তম মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে'।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার বলেন, 'আজও আরেকটি ডলফিন মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা ডলফিনকে মাটি চাপা দিয়েছেন'।
উল্লেখ্য, হালদা নদীতে মাছ ধরা, জাল ফেলা, বালু উত্তোলন এবং ড্রেজার চালানো নিষেধ রয়েছে। এরপরও কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে বালু উত্তোলনের ড্রেজার ও মাছ ধরে থাকে। যদিও আগের তুলনায় অনেকাংশে কমে গেছে সেটি। হালদা নদীতে ড্রেজারের ধাক্কা ও মাছ ধরার জালে আটকে বেশির ভাগ ডলফিনের মৃত্যু হয়ে থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন