শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাউজানে বুস্টার ডোজ: ভিড়ের চাপে ক্লিনিকের ফ্লোর দেবে আহত ৩

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১০:৪৪ পিএম

বুস্টার ডোজ নিতে যাওয়া অতিরিক্ত নারী-পুরুষের ভিড়ের চাপে চট্টগ্রামের রাউজানে একটি কমিউনিটি ক্লিনিকের পাকা ফ্লোর ৪ ফুট দেবে গেছে। এতে স্বাস্থ্য সহকারী ও দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (২০ জুলাই) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আহমেদুর রহমান কমিউনিটি ক্লিনিকে এই ঘটনা ঘটে ।

ওই ক্লিনিকে দায়িত্বরত স্বাস্থ্য সহকারী মৃদুল কান্তি নাথ বলেন, ‘সকালে করোনার বুস্টার ডোজ দিতে আসেন এলাকার বহু নারী-পুরুষ। সকালে বৃষ্টির কারণে সবাই ক্লিনিকের বারান্দার পাকা ফ্লোরে দাঁড়ান। সাড়ে ১০টার দিকে হঠাৎ অতিরিক্ত ভিড়ের চাপে ফ্লোরটি প্রায় ৪ ফুট নিচের দিকে দেবে পড়ে। এতে আমিসহ বুস্টার ডোজ নিতে আসা লীলা প্রভা বড়ুয়া (৫৫) ও জেসমিন আকতার নামের দুই মহিলা আহত হন। আমি এবং অন্যরাও পায়ে আঘাতপ্রাপ্ত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানা গেছে।’

ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও ইউপি সদস্য মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বুস্টার ডোজ নিতে আসা মানুষের ভিড়ের চাপে এ ঘটনা ঘটে। তবে কয়েকজন আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন