কুষ্টিয়া শহরতলীর চালের বর্ডার এলাকায় লিয়াকত মন্ডল (৬৪) নামে এক বৃদ্ধকে ইটের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত ১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত লিয়াকত চালের বর্ডার এলাকার বাসিন্দা মৃত জদাই মন্ডলের ছেলে। নিহতের ছেলে ইমরান মন্ডলের অভিযোগ, রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় যুবক সবুজ ও মুন্নাসহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমার বাবার বুকে ইট দিয়ে আঘাত করে, ইটের আঘাতে বাবা অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় আমাদের চিৎকারে আশেপাশের লোকজন আসা দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় পড়ে থাকা বাবাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক সাব্বিরুল আলম জানান, লিয়াকত মন্ডলে ইটের আঘাতে হত্যার অভিযোগ পেয়েছি। এটি প্রকৃত অর্থে হত্যা কিনা তা ময়নাতদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে।
নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের বিষয়টি প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে একইস্থানে বসবাসকারী হওয়ায় তাদের মধ্যে পূর্ব থেকেই ঝগড়া বিবাদ ছিলো। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন