শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লামায় দাখিল পরীক্ষার্থী ছাত্রীর আত্মহত্যা

লামা(বান্দরবান)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১০:৪৯ পিএম

বান্দরবানের লামায় উপজেলার লামা সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড নুনারঝিরি গ্রামের দাখিল পরীক্ষার্থী রেশমি আক্তার (১৬)নামের এক ছাত্রী গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে।

২১ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টার সময় নিজ বাড়ীতে নিজের ঘরে গলায় গামছা পেচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে বলে এলাকাবাসি জানান। সে লামা উপজেলার লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড নুনারঝিরি গ্রামের মোঃ আলাউদ্দিন ও পান্না বেগমের মেয়ে।

ঘটনাটি নিশ্চিত করে লামা থানার এসআই মোঃ আশরাফ জানান একজন দাখিল পরীক্ষার্থী ছাত্রী আত্মহত্যা করেছে বলে থানায় অবহিত করলে ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে পরিদর্শন করি। ভিকটিমের সুরত হাল নেয়া হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু সুফিয়ান,দাখিল পরীক্ষার্থী রেশমি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছে খবর দিলে লামা থানাকে অবহিত করে ঘটনাস্থলে নিজেই সরেজমিনে গিয়ে দেখি। সে নিজ বাড়ীতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে রেশমি ঝুলছে, কিন্তু পা মাটিতে ঝুলে আছে। রেশমি লাইনঝিরি মোহাম্মদীয় দাখিল মাদ্রাসার ২০২২ এর দাখিল পরীক্ষার্থী ছিল। তবে সে কি কারণে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কে খবর দিলে পুলিশ উপস্থিত হন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন