শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কক্সবাজারে ছাত্রলীগ নেতা ইমন খুন

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ১২:০১ এএম

খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সালের রক্তের দাগ না শুকাতেই এবার সন্ত্রাসীদের হাতে খুন হলো শহরের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হাসান মওলা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে পেশকার পাড়ার বাঁকখালী নদীর পাড়ে অবস্থিত সিকো বরফ কল পয়েন্টে তাকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। নিহত ইমন শহরের টেকপাড়ার ব্যবসায়ী মোহাম্মদ হাসানের ছেলে।
নিহতের পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা জানান, পরিকল্পিতভাবে শহরের পেশকার পাড়া এলাকার বহু মামলার আসামি আবদুল্লাহ খান, মুন্না, জুয়েল, তৌহিদ, সানি ও ফরহাদসহ ৮-১০ জন সশস্ত্র সন্ত্রাসী ইমনকে হত্যা করে। এমনকি তার হাতপায়ের রগও কেটে দেওয়া হয়েছে বলেও জানা যায়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার মৃত্যু হয় বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন