পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাদের মাঝে সরকারী পুকুরের মাছ সমহারে বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার দুপুরে চাকামইয়া ইউপির গামরবুনিয়া আশ্রয়ণ কেন্দ্রে উপস্থিত থেকে এসব মাছ বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিকী। এসময় ওই আবাসনে বসবাসরত ৫২টি পরিবারের মাঝে সমহারে বিভিনড়ব প্রজাতির মাছ বিতরণ করা হয়।
এর আগে ওই আশ্রয়ণ কেন্দ্রের পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এছাড়া মাছ ধরার প্রতিবাদ করায় ওই আবাসন কেন্দ্রের এক নারীকে মারধর করে চেয়ারম্যানের ক্যাডাররা। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন