আজ যখন ম ৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে ঠিক তখন ও মাত্র কয়েকশ গজ দূরে জাতীয় প্রেস ক্লাবের সামনে
দীর্ঘ ৫৯ তম দিনের মত অবস্থান চালিয়ে যাচ্ছে
কর্মচারিগণ অত্যন্ত ব্যথিত ও ক্ষোপ নিয়ে বলেন
দীর্ঘ ৭ বছর অধিদপ্রকে মাঠ পর্যায়ে আলোকিত করে দেশের ম ৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধিতে সক্রিয় ভুমিকা পালন করে আসা
দক্ষ জনবলকে কিভাবে রাস্তার ফুটপাতে ফেলে রেখে
৫৯ দিনের মধ্যে একটি বারের জন্য ও
সামান্য সহনুভুতি,আশ্বাস দেয়ার প্রয়োজন বোধ না করে
মৎস্য সপ্তাহ উৎযাপন করছে
তারা বিনয়ের সাথে মাননীয় প্রধান মন্ত্রী মানবতার মা
জননেত্রী শেখ হাসিনার
দৃস্টি আকর্ষন করে
এই অমানুবিকতার হস্তক্ষেপ কামনা করেছেন
এক ই সাথে অধিদপ্তরের মন্ত্রী,সচিব ও ডিজি
মহোদয়ের কাছে
দ্রুত এই দক্ষ জনবলকে স্থায়ী ভাবে যুক্ত করার আবেদন করেন
উল্লেখ্য এই দক্ষ জনবলকে রাজস্বে খাতে নেয়ার জন্য
বিগত দুইজন মহাপরিচালক
প্রস্তাব প্রেরন,মাননীয় পরিকল্পনা মন্ত্রী সহ ৭০ জন মন্ত্রী ও এমপিদের সুপারিশ,বিভাগীয়,জেলা ও উপজেলার কর্মকর্তাদের সুপারিশ পত্র থাকা সত্বেও কার্যকর পদক্ষেপ গ্রহন করেনেই
গত ৩০ জনু প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঐ দিনটিকে
কালো দিবস হিসেবে ঘোষনা করেন
কর্মচারিবৃন্দ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন