ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারীকরণের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে শিক্ষকসহ দুজনের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) শামসুল হুদাকে প্রধান করে এ কমিটি করা হয়েছে। ইতিমধ্যে কমিটির একজন সদস্য ঘটনাস্থলে গেছেন।”
ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারীকরণের দাবিতে বিক্ষোভের সময় আহত উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী শিক্ষক আবুল কালাম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোববার দুপুরে।
পুলিশের লাঠিচার্জে শিক্ষকের মৃত্যু হয়েছে এমন দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেয়। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন