বেশ কয়েক দিন ধরে খুলনায় তাপপ্রবাহ বইছে। ভূ-গর্ভস্থ পানি স্তর নেমে গেছে তাই ডিপ টিউবওয়েলে পানি উঠছে না, ব্যাহত হচ্ছে কৃষিতে সেচ। কৃষক রোপা আমনের বীজতলা তৈরি করতে পারছে না। অন্যদিকে বারবার লোডশেডিংয়ে সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা।
এ অবস্থায় গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় খুলনার খানজাহান আলি থানা এলাকার মশিয়ালী গ্রামে শত শত মানুষ আল্লাহর দরবারে করুণা ভিক্ষা করেন। নামাজ আদায় করেন স্থানীয় স্কুল মাঠে। দু’হাত তুলে মুসল্লিরা আল্লাহ পাকের দরবারে বৃষ্টির জন্য ফরিয়াদ জানান। নামাজের এক ঘণ্টার মধ্যে মেঘহীন পরিষ্কার আকাশ হঠাৎ অন্ধকার হয়ে আসে। শুরু হয় মুষলধারায় বৃষ্টি। শুকরিয়া আদায় করেন মুসল্লিরা। গরম অনেকটাই কেটে যায়।
গ্রামের মুরুব্বী হাজী আনসার আলী বলেন, আল্লাহ পাকের অসীম করুণায় বৃষ্টি নেমেছে। মহান দয়ালু আল্লাহ রাব্বুল আল আমীন তার বান্দাদের ফরিয়াদ উপেক্ষা করেন না। দুপুর পৌণে একটায় এ রিপোর্ট লেখার সময় বৃষ্টি হচ্ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন